দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমানের সাথে ‘‘লেটস টক’’ এ প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৩ টায় যুব ও নীতিনির্ধারকদের মধ্যে এই ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হবে।
এবার ‘‘লেটস টক’’ এর আলোচনার বিষয় হবে ‘‘দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থিতিস্থাপকতা’’। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত এ অনুষ্ঠানে প্যানেল স্পিকার হিসেবে আরো উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক ও পটুয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত। পুরো অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ইয়াং বাংলা পেইজে।
প্রসঙ্গত: সাতক্ষীরার কালিগঞ্জে ২০১৬ সালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি নারী সংগঠন। ইতিমধ্যে সংগঠনটি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ সহ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বার্তা বাজার/জে আই