সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। সোমবার (৫ জুন) দুপুরে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বার্তা বাজারকে তিনি একথা জানান।
এর আগে, সোমবার (৫ জুন) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি চারা রোপণ করেন।
উল্লেখ্য, ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- প্রতিপাদ্য নিয়ে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সোমবার গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়।
ডা. সায়েমুল হুদা জানান, আজ (৫ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩। সকলের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, প্রতিবছর অন্তত তিনটি করে গাছ লাগানোর। আসলে সুস্থ প্রজন্মের দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেষজ ও পুষ্টি বাগান রয়েছে। এখানে আমাদের হাসপাতালের পরিত্যক্ত জমিতে সকল অফিসারদের উপহার দেওয়া ৩১ প্রকার দেশি-বিদেশি ফলের চারা রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের কোনো পতিত জায়গা খালি রাখা হয় নাই। আজকের এই দিনে সকলকে গাছ লাগানোর আহ্বান জানাই।
এসময় ডা. সায়েমুল হুদার সাথে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম. ও মো: সাইদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/রাআ