পথে সবুজের সমারোহ আর ব্যনার, ফেইসন্টুন দেখে জানতে পারলাম আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। ফেসবুক ঘুরতেই চোখে আসল সবুজের একটি ইভেন্ট। ইভেন্ট এ ক্লিক করেই দেখতে পেলাম ৩০ টাকার গাছের মেলা। নারায়ণগঞ্জের মর্গান স্কুলের বিপরীতে শেখ রাসেল পার্কের সম্মুখ অংশে বসেছে এই সবুজের মেলা।
গ্রীন লাইফ সোসাইটির আয়োজনে সোমবার সকাল থেকে শুরু হওয়া মেলা চলবে ৫-৭ জুন ২০২৩ তিন দিনে মেলা চলবে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা। আমি গোয়িং দিয়ে রেখেছি, যদিও কর্ম ব্যস্ততার কারণে যেতে (আদারব থেকে নারায়নগঞ্জ) পারব না। গ্রীন লাইফ সোসাইটি পেইজ থেকে লাইভ ও পোষ্ট এর মাধ্যমে দেখলাম ক্রেতা-বিক্রেতাদের সমাগম।
শুধু তাই নয়, মেলায় ৫০ প্রজাতির বেশি গাছের সমারোহ, যেমন মালবেরি, আনার, স্পাইডার, কাঁটামুকুট, আলু পাতাবাহার, লাকি ব্যাম্বু, বাসক, পুদিনা, নীলকন্ঠ, কুঞ্জলতা, রেইন লিলি, তুলসী, লজ্জাবতী, বিলম্বী ফুল-ফলসহ কিছু বিলুপ্ত হয়ে যাওয়া বনজ গাছ, কিছু কিছু ঔষধী গাছও আছে।
শহরের বাসিন্দারা আমরা ভুলেই গেছি অনেক গাছের নাম। আয়োজক’রা শুরু গাছ বিক্রয় করছে লাভের জন্য তা নয়। গত কিছু দিন যাবত আমারা দেখতে পাচ্ছি গরমের তাপ। গাছপালা কমে যাওয়ায় আমরা এই সমস্যার সম্মূখীন হচ্ছি। এ পরিস্থিতি বাড়তেই থাকবে। তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো।
মেলা আয়োজন করে তারা শহরের বাসিন্দাদের পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছে। ছাদ বাগানের পাশাপাশি ঘর বাগান এর প্রতি জোর সচেতনতা বৃদ্ধি করছেন। মেলার গাছ গুলো আপনি কিন্তু শুধু ছাদ কেন ঘরে এবং আপনার আঙ্গীনাতেও রোপন করতে পারেন।
কমিউনিটি এই ধরনের গাছের মেলা হতে আমি কখনই দেখিনি। যারা কাছাকাছি আছেন গাছের মেলা ঘুরে আসবে একটি হলেও গাছ কিনবেন এবং এই কমিউনিটিতে গাছ মেলা আয়োজনে উৎসাহিত করবেন। আমাদের আগমী প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ রেখে যেতে চাই। সতিৎই প্রসংসার দাবি রাখে গ্রীন লাইফ সোসাইটি।
বার্তাবাজার/এম আই