চলমান এসএসসি’র ব্যবহারিক পরীক্ষার শেষ দিনে হঠাৎ মহাসড়কের উপর ধারালো চাকু ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন কিশোরের উপর হামলা চালায় অপর একদল কিশোর দল। হামলাকারী এবং হামলার শিকার উভয়ই এসএসসি পরিক্ষার্থী। তারা নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিল।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার নুরজাহানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে। তবে হামলার ঘটনার কেও আহত হয়নি। দেশীয় ধারালো চাকু ও লাঠিসোঁটা নিয়ে হামলার ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করে ঘোড়াঘাট থানা পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, লাল কাপড় দিয়ে মোড়ানো ধারালো চাকু, লাঠি ও পাইপ নিয়ে একদল কিশোর অপর কয়েকজন কিশোরের উপর হামলা করে করে। এতে হামলাকারীদেরকে লাঠি দিয়ে এবং চাকুর অপর পাশ দিয়ে সজোরে আঘাত করতে দেখা যায়। পরে তাৎক্ষণিক তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

তদন্তের এক পর্যায়ে পুলিশ হামলাকারী কিশোরদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এরপর রবিবার রাত ব্যাপী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে হামলাকারী একজন কিশোরকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের উপর হামলাকারী অপর কিশোরদের পরিবারকে খবর দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে হামলার শিকার কিশোরদের পরিবারের পক্ষ থেকে কেও কোন অভিযোগ দেয়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাান কবির বলেন, উভয় দলের সদস্যরা কিশোর এবং পরীক্ষার্থী। তাই মানবিক দিক বিবেচনায় হামলাকারী কিশোরদের পরিবার মুচলেকা দিয়ে তাদের সন্তানকে নিয়ে গেছে। সেই সাথে অঙ্গীকার করেছে ভবিৎষতে তারা আর এ ধরণের ঘটনা ঘটাবে না।

তিনি আরো বলেন, স্কুল মাঠে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরদের দুটি গ্রুপে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই রবিবারের ঘটনাটি ঘটেছে।

বার্তাবাজার/এম আই