“প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় আরও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু ও সাংবাদিক মিলন রায়হান সভায় পরিবেশের নানা সমস্যার দিক তুলে ধরে তার সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভা শেষে পরিবেশের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তাবাজার/এম আই