নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া পাটপাড়া গ্রামে আইয়ুব আলী নামের এক ব্যক্তির লেবু ও সুপারি গাছ কেটে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী আইয়ুব আলী প্রতিবেশি আনিছুর রহমানসহ ৪ জনের নামে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার কারনে বিবাদী আইয়ুব আলীসহ তার সহযোগিরা (৩রা মে) শনিবার বিকাল ৫ ঘটিকার সময় দেশীয় অস্ত্র হাসুয়া নিয়ে আইয়ুব আলীর বসতবাড়ির লেবু ও সুপারির গাছ কেটে টিনের বেড়া ভাংচুর করে ক্ষতি সাধন করে।
ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, প্রতিবেশি আনিছুর রহমান বিভিন্ন সময়ে আমাদের গালিগালাজ করতো। শনিবার লেবু ও সুপারি গাছ কাটা নিষেধ করলে আমাকে খুন-জখম করবে এমন হুমকিও দেয়।
এবিষয়ে ৪নং অভিযুক্ত নয়ন বলেন, আমাদের সজিনার গাছ থেকে তারা সজিনা পেরেছিল। তাই আমরা গাছ কেটেছি। তবে গাছ কাটা তাদের সঠিক হয়নি বলে ভুল স্বীকার করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এইচএসএস