ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন জানিয়েছেন, উত্তপ্ত শহর নারীদের জন্য বসবাসের অযোগ্য। তাই তাপপ্রবাহের মধ্যে নারীদের নিয়ে কাজ শুরু করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩ মে) জর্জিয়ায় অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৭তম বার্ষিক সভায় প্যানেলিস্ট হিসেবে এক অধিবেশনে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘নারীদের জন্য কিছু কাজ শুরু করেছি। যাতে নারীরা তীব্র গরমে কিছু স্বস্তি পান। আমরা বাস স্টপেজগুলোতে পানি সরবরাহের ব্যবস্থা করছি। একই সঙ্গে আমরা নারীবান্ধব শৌচাগার করার বিষয়ে কাজ চলছে।’

তাপের হুমকি মোকাবেলা এবং ঢাকার জন্য একটি টেকসই ও শীতল ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে কাজ চল বলে জানিয়েছেন বুশরা আফরিন।

তিনি আরো বলেন, ‘গত কয়েক দিন অনেক বেশি তাপ ছিল। তাপের প্রভাবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অনুভূত হয়। প্রধান হিট অফিসার হিসেবে, আমি অবস্তিতে বসবাসকারী নারীদের ওপর এই তাপমাত্রার প্রভাব পর্যবেক্ষণ করেছি। গরমে তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।’

বার্তা বাজার/এইচএসএস