মাদারীপুরের রাজৈরে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা মালামাল সহ কামাল পহলান ওরফে সিএনজি কামাল (৪৩) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) রাত ২ টার সময় রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার ভেন্নাবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার টিলা গ্রামের মৃত ফজলে আলী পহলানের ছেলে।

জানা যায়, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার বামনডাঙ্গার লিটন চৌধুরী(২৮) নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত কামালকে গ্রেফতার করে রাজৈর থানার পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে একটি ধারালো ছ্যানদা, ডাকাতি করা ৪ টি মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, বরগুনার আমতলী ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা রয়েছে। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকায় বাসা ভাড়া থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতো।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, ডাকাতি মামলা দায়ের করে শনিবার (১৮ মে) দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এইচএসএস