পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-সচিব সাইফুল ইসলাম জুম মিটিং এর মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি ঢাকা থেকে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী।
এছাড়া ও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন সাংবাদিক সরকার হায়দার, পরিবেশ কর্মী মাহমুদুল হক মামুন, এম এ বাসেতসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সমাজ কর্মী, পরিবেশ কর্মী, উদ্দ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এম আই