নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা ভুল সেটে পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রে সারা দেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছে।

জানা যায়, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের ৫টি স্কুলের ৫৭০ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার্থীদের যে সকল প্রশ্নপত্রে ৩ নম্বর সেট হবার কথা, সেখানে তারা ১ নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা যে যেভাবে লিখেছে, খাতা সেভাবেই মূল্যায়ন হবে। আমরা সেদিনই বোর্ডে বিষয়টি জানিয়েছি।

ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানতে কেন্দ্র সচিব ও রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের মুঠো ফোনে একাধিক কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।