কিশোরগঞ্জের ভৈরবে প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অপরাধের ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি এইচ এম শফিক মনিরের সাথে প্রেমের ফাদেঁ ফেলে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
ভৈরব থানার ওসি মোহাম্মদমাকছুদুল আলম সত্যতা স্বীকার করে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় প্রেমের অভিনয় করে তার সাথে সম্পর্ক করে কৌশলে ঢাকার উত্তরা থেকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে।
সে শহরের ভৈরবপুর গ্রামের বাসিন্দা। সে গ্রামীণ ফোন কোম্পানির ভৈরবের প্রথম ডিলার ছিলো এর মধ্যে ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ২টি মামলায় পৃথক রায়ে ৫ বছর করে সাজা প্রদান করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে১৩ টি মামলা রয়েছে।
বার্তাবাজার/এম আই