একই মেডিকেলের শিক্ষার্থীকে গুলি করা অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফের অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ ছিলো বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ জুলহাস উদ্দিন।
তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষকের মোবাইলে পাওয়া যায় বিভিন্ন ধরণের বিদেশি অস্ত্রের ছবি। তিনি প্রায় লাখ টাকা দিয়ে অবৈধ অস্ত্রটি কিনেছিলেন। শিক্ষক রায়হান শরীফ ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করে রাখতেন।
এমনকি, তার হোয়্যাটসঅ্যাপ থেকে জানা গেছে, একজন চিকিৎসক তাকে বলেছিলেন তিনি কিসের ব্যবসার করেন? “অস্ত্রের ব্যবসা করি” বলে জবাব দিয়েছিলেন শিক্ষক রায়হান শরীফ।
এছাড়াও অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফের কাছ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে।
গতকাল রাত্রেই আহত শিক্ষার্থী তমাল এর বাবা একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেছেন। আজ দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হবে।