দক্ষিণ কেরানীগঞ্জ এসি ল্যান্ড অফিসে মিস কেসের তদবির করতে গিয়ে মঙ্গলবার আলমগীর হোসেন (৪৩) আটক হয়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
আটক আলমগীর দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার মৃত কাদের ব্যাপারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জের এসি ল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।
আদালতের নাজির মজিবর রহমান জয় জানান, জমি সংক্রান্ত একটি মিসকেসের মামলায়ক য়েকদিন আগে ভূমি অফিসে এসে নির্বাহীম্যা জিস্ট্রেট মনিজা খাতুনের কাছে বাদীর পক্ষে যেন রায় হয় সেই তদবির করেন আলমগীর। মঙ্গলবার দুপুরে ভূমি অফিসে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের কাছে মিস কেসের সেই মামলায় এবার বিবাদীর পক্ষে তদবির করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তি ভুয়া প্রতিনিধিসে জে বাদী বিবাদীর পক্ষে তদবির করায় নির্বাহীম্যা জিস্ট্রেট তাকে আটক করে পুলিশে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।