শবে বরাত মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ রজনী। এ রাতে আল্লাহ তায়ালা বান্দাদের ভাগ্যলিপি লিখে থাকেন। তাই এ রাতে মুসলমানরা বিশেষভাবে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করে থাকেন।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে রোববার (২৫ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।
আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।