অর্থ জালিয়াতি মামলায় কারাগারে থাকা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয় : অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার দায়ে লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, ‘সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন যেকোনো কাজের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থান খুব কঠোর। এ ধারাবাহিকতায় ইমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।’
অর্থ জালিয়াতির মামলায় ২৮ মে ফরহাদ হোসেনকে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার বিরুদ্ধে মামলাটি করেন সাদনিন ফেব্রিক্সের কর্ণধার সোহেল আহমেদ।
বার্তাবাজার/এম আই