ঢাকার কেরানীগঞ্জে বহুতল মার্কেটে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভিতরে থাকা বিভিন্ন চায়না ব্র্যান্ডের আমদানি করা জুতা পুড়ে ছাই হয়ে গেছে।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকায় ৬ষ্ঠ তলা বি, এম মার্কেটের নীচ তলার মেসার্স শাকিল সুজ নামক দোকানের ভেতর ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বার্তা বাজার/জে আই