রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭.৩০ এ মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোংগর লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া,এ জাহাজটিতে এবার ১৬৮১ মেট্টিক টন মেশিনারি পণ্য এসেছে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট এই তথ্য টি নিশ্চিত করেছেন,শিপিং এজেন্ট এর পক্ষ থেকে আরও জানানো হয়,গত জানুয়ারি রুপপুরের পণ্য নিয়ে জাহাজটি রাশিয়ার নোভরস্কি বন্দর থেকে ১৬৮১মেট্টিক টন ২৪৭৮ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

আজ সন্ধায় আসা রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য রাত থেকেই খালাস এর কাজ চলবে। আগামী ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ পণ্য খালাস করে সেগুলো সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীণ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের স্থানে পৌঁছে দেওয়া হবে।