ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮৩ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডেসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে বার্তা বাজার’কে জানান, ‘গত বছরের ৫ অক্টোবর টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৮৩ পরিবারের মাঝে ২৯০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয় বাবদ ৯ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।’

বার্তা বাজার/জে আই