জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ‘সোহান আসলাম সনু’র কম্পোজিশনে এই প্রথম মোহাম্মদ রফিক-এর কন্ঠে বেশ কিছু দারুণ মিউজিক ভিডিও ইন্ড্রাসট্রিতে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এছাড়া সন্ধ্যা পাখি, ভুলে যেতে পারিনা, হৃদয়টা সঁপে দিলাম, ভুলিনি আজওসহ বেশ কিছু গানের শুটিং ঢাকা এবং ঢাকার বাইরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সর্বপ্রথম ‘সন্ধ্যা পাখি’ শিরোনামের গানটির শুভ-মুক্তির মধ্যে দিয়ে সঙ্গীত জগতে এক নতুন ধারা ও আবহ সৃষ্টি করতে যাচ্ছে-এই নতুন সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিক। তবে তার শ্রোতাদের জন্য সবচেয়ে বড় চমক হলো সম্পূর্ণ নিজস্ব প্রযোজনায় গানগুলোর মধ্যে বেশিরভাগ গানই তার নিজের লেখা ও সুরে গাথা বলে জানিয়েছেন ত্যাগী এই শিল্পী।

তিনি আরও জানান, একটি সুষ্ঠ ধারার সংগীত ও বিনোদনের পরিপূর্ণতা পেতে কলাকৌশলী আর ক্রিয়েটিভিটির কোন অংশেই কমতি রাখেননি তিনি।

অন্যদিকে মিউজিক ডিরেক্টর সোহান আসলাম সনু সরাসরি তার ভক্তদের উদ্দ্যেশ্যে বলেছেন। বর্তমানে মিউজিক ইন্ড্রাসট্রিতে সঙ্গীতের নামে যে বর্বরতা চলছে, সেখানে সুষ্ঠ-ধারার সঙ্গীত প্রেমিদের জন্য ভালো সুর ও গানের বড়ই অভাব। তাছাড়া সঠিক বিনোদনের বার্তা পেয়ে ক্রিয়েটররাও যেন ভালো সংগীত নির্মানে উৎসাহ ও সাহস পায় ঠিক এসকল বিষয় বিবেচনায় করেই আমরা আমাদের প্রোডাকশন গুলোকে সাজিয়েছি। আশাকরি গানগুলো মুক্তির মধ্যে দিয়ে আমাদের শ্রোতা ও দর্শকরা তাদের কাঙ্খিত বিনোদনের স্বাদ মেটাতে সক্ষম হবেন এবং আমাদের অডিও-ভিজ্যুয়াল টিমের সকল সদস্য মোহাম্মদ রফিকের কন্ঠে গাওয়া গানগুলোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

উল্লেখ্য, সোহান আসলাম সনুর কম্পোজিশনে এর আগে, কখনো যেওনা ছেড়ে, কথা ছিল, ভুলিনি আমি সেই হাসি, হয়তো সময়, মাটির দেহ, অচেনা পথ, খুজে ফিরি-সহ বেশ কিছু দারুণ মিউজিক ভিডিও দেশের জনপ্রিয় সব মিউজিক প্লাটফর্মে এর আগে মুক্তি পেয়ে তা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

বার্তাবাজার/এম আই