দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। মাগুরা-১ আসনে মোট ৫০.০১ শতাংশ ভোট পড়েছে।
অপরদিকে ,মাগুরা-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬২ ভোট পেয়েছেন। মাগুরা-২ আসনে মোট ৪৭.২৮শতাংশ ভোট পড়েছে।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ রবিবার রাত ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ে মাগুরা-১ ও ২ আসনের চুড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন। তিনি আরো বলেন, নির্বাচনী পরবর্তী ৪৮ ঘন্টা বিজয়ী কোন প্রার্থীর পক্ষে কোন আনন্দ মিছিল, সমাবেশ ও সভা করা যাবে না।
বার্তাবাজার/এম আই