উপজেলার পর এবার পিরোজপুর জেলা পর্যায়েও মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আজাহার আলী দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক খান মো. নাসির উদ্দিন। এদিকে পিরোজপুর জেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তার মেয়ে নাজিয়া নওরীন।
সে জেলার ইন্দুরাকানী উপজেলার সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ কর্তৃক বাছাই কমিটি যোগ্যতার বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে আজ বুধবার এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য; এর আগে গত বৃহস্পতিবার (১৮ মে) জেলার ইন্দুরকানী উপজেলা পর্যায়ে বাবা-মেয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন। উপজেলার বিচারক প্যানেল যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।
বার্তা বাজার/জে আই