ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪১টি নিষিদ্ধ রিংজাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ-থানার (ওসি) মো. সাইদুর রহমান তিনি জানান, আজ বুধবার (২৪ মে) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। অভিযানে নৌ-থানার পুলিশ সহায়তা করেন।
এ বিষয়ে তিনি জানান, মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান চালানো হয়। মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ না করলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারাই মা ইলিশ ও জাটকা নিধনের অবৈধ কাজে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম আই