প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্দেশনায় ঢাকা ১৮ আসনে সাংসদ আলহাজ্ব হাবিব হাসানের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়। আর এ নির্দেশনার পরপরই ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের পক্ষ থেকে ঢাকা ১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবীব হাসানের নেতৃত্বে আজ বিকেলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ বেশ কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হত্যা চেষ্টার কথা উল্লেখ করে ঢাকা ১৮ আসনের সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে এবং বাংলার মেহনতি মানুষের দোয়ার বরকতে তিনি বেচেঁ আছেন এবং সুস্থ আছেন। অপশক্তি যতই মাথা মাথাচাড়া দিয়ে উঠুক না কেন আল্লাহর রহমত ও সাধারণ মানুষের দোয়া সয়ং প্রধানমন্ত্রীর সাথে। তাই ওই অপশক্তির ষড়যন্ত্র কোন ভাবেই বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। অন্যায় ও অপশক্তিকারীদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে বলে কঠিন হুশিয়ারী দেন তিনি।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তারা এই ঘৃণিত অপরাধী আবু সাঈদ চাঁদসহ অপরাধের সাথে জড়িত সকল ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বার্তাবাজার/এম আই