টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বিশিষ্ট চিকিৎসক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) বাংলাদেশ পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ সকামুরুল হাসান খান ঘাটাইলগণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পায়ে হেটে হাজার হাজার দলীয় নেতাকর্মী নিয়ে সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত আধুনিক ঘাটাইল গড়ার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে ও উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিলের উপস্থিতি মনোনয়ন পত্র দাখিল করেন।

পরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ কামুরুল হাসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক পৌর মেয়র জিবিজি সরকারী কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিবিজি কলেজের অধ্যক্ষ সামছুল আলম মনি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপোটি অ্যাটির্নী জেনারেল আওয়ামী লীগের উপকমিটির আইন বিষয়ক সম্পাদক ডঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস, সহসভাপতি মোঃ লোকমান হোসেন, নরসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিবিজি সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, জিবিজি সরকারী কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল।

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল মিয়া, সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় ও অঙ্গসংঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই