কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার বিকেল ৫টায় আওয়ামীলীগ কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ হয়।
পরে আওয়ামী লীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ইফতার হোসেন বেনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ-সংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপি একটি সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
বার্তাবাজার/এম আই