আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে লামা উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর’২৩) রাত ৮টার দিকে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে উপজেলার সামনে থেকে মিছিলটি বের হয়ে হাইস্কুল সড়ক দিয়ে ফের উপজেলা সত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত করা হয়।
এসময় সমাবেশে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ৭’জানুয়ারী’২৪ নির্বাচনী রেজাল্টের আগপর্যন্ত নৌকার বিজয় চিনিয়ে আনতে আমরা রাজপথে আছি এবং থাকবো। একই সাথে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র লামা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিহত করবে।
তারা আরো বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে বান্দরবন ৩০০ নং আসন থেকে পুনঃ বীর বাহাদুর উশৈসিংকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো আমরা।
আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
বার্তা বাজার/জে আই