পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। আজ (২১ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা বগুলাহাটি এলাকার করতোয়া নদীতে মেইন পিলার ৭৩৯-এর ১ আর এবং ২ আর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা
ঘটে।
গুলিবিদ্ধ পাথর শ্রমিক পলাশ (৩৫) তিনি উপজেলার ওই আবদুর রহমানের ছেলে। সিমান্তঘেঁষা করতোয়া নদীতে বাংলাদেশি অংশে পাথর তুলতেছিলো বাংলাদেশী শ্রমিকরা। পাথর তোলার সময় ভারতের ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের গ্রীনগছ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছাড়ে। ওই গুলিতে পাথরশ্রমিক পলাশের পেটে গুলি লাগে। এমন টা জানান বিজিবি।
স্থানীয় সুত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ সকালে পাথরশ্রমিক পলাশসহ ১০ থেকে ১২ জনের একদল করতোয়া নদীতে পাথর তুলতে যান। দুপুরে পাথর তোলার সময় ভারতীয় গ্রীনগছ বিএসএফ ক্যাম্পে টহলরত সদস্যরা পাথর শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে পলাশের পেটে গুলি লাগে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় অন্যান্য পাথর শ্রমিকরা তাৎক্ষনিকভাবে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। গুরুত্বর হওয়ায় পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. যোবায়েদ হাসান জানান, পাথর শ্রমিক পলাশসহ ১২/১২ জনের একটি দল নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় বিএসফের গুলিতে ওই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পর্যায়ে পতাকা বৈঠক আহ্ধসঢ়;বানের প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/জে আই