ভারতের ত্রিপুরা রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী টিংকু রায়কে কিশোরগঞ্জের ভৈরবে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ ইন্ডিয়া (ত্রিপুরা) মৈত্রী টেনিস কাপ-২০২৩ উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশে আসেন বাংলাদেশ স্পোর্টস ফেন্ডসিপ ফোরামের ২৫ সদস্যের একটি টিম ঢাকা যাওয়ার পথে ভৈরবে যাত্রাবিরতি করেন।

এসময় মন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফেন্ডসিপ ফোরামের ২৫জন সদস্য। এরমধ্যে উপস্থিত ছিলেন উক্ত ফোরামের স্পোর্টস ডিরেক্টর এসবি নাথ, ত্রিপুরা প্লেয়ার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. সঞ্জিত রায় প্রমুখ।

মন্ত্রীর আগমন উপলক্ষে জান্নাত রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে ক্রীড়ামন্ত্রী টিংকু রায়কে ফুলের শুভেচ্ছা জানান ভৈরব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টু, সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মুছা, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মো: আরমান উল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ ভৈরব ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ভৈরব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের ক্রীড়া মন্ত্রী বাবু টিংকু রায়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের একটি আত্নার সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক অক্ষুন্ন থাকবে সবসময়ই। তিনি বলেন, ত্রিপুরা থেকে কোলকাতার যেতে ৪০ঘন্টা সময় লাগতো। বাংলাদেশের ভিতর দিয়ে যোগাযোগ উন্নত হওয়ায় কোলকাতা যেতে সময় লাগবে এখন ৮ঘন্টা। তিনি বলেন, ভৈরবের ক্রীড়া সংস্থার দাবি অনুযায়ী আগামীতে ভৈরবের টিমের সাথে ত্রিপুরা টিমের খেলার আয়োজন করা হবে। এসময় তিনি ভৈরব ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান।

বার্তা বাজার/জে আই