কিশোরগঞ্জের তাড়াইলে নরসুন্দা নদীতে ৬ কোটি ৯৪ লাখ ৩৬৫ টাকা ব্যয়ে ৪০২ মিটার চেইনেজে ৯০ মিটার দীর্ঘ পিএসসি আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু নির্মাণ ফলকের পর্দা সরিয়ে এ ব্রীজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উপজেলা সদর বাজারের খেয়াঘাট এলাকায় নরসুন্দা নদীতে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে তাড়াইল সদর বাজারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বাজার ব্যাবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্রীজ নির্মাণ কাজ শুরু করায় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে স্বাগত জানানো হয়।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ’র সঞ্চালনায় তাড়াইল বাজার কাপড়পট্রির সুধী সমাবেশে সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, শেখ হাসিনা সরকারের ১৫ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎসহ সকল সেক্টরে যে উন্নয়ন হয়েছে তা সকলকেই স্বীকার করতেই হবে। আমি বিরোধী দলীয় সংসদ সদস্য হলেও সরকারের এতো উন্নয়নের কথা অস্বীকারের সুযোগ নেই।

তিনি আরো বলেন, সকল এমপিরাই এলাকার কাজ করতে চায়। আমি একটু কাজ নিয়ে বেশি ভাবি ও বেশি বেশি সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করি বলেই হয়তো এলাকায় বেশি উন্নয়ন কাজ করতে পেরেছি।

ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক ভূঁইয়া, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাইদুর রহমান মুন্সী, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা ফরিদ উদ্দিন বাদল, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন জুয়েল, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল সহ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমের কর্মীগণ এবং এলাকার সুধীজন।

বার্তাবাজার/এম আই