স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশ থেকে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্রসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৬ মে) বেলা ১২ টার পর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পরে দুপুর দুইটার দিকে একাডেমিক ভবন-১ এ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক ডলফিন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন। এরপর সেখানে ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেন তারা। সমাবেশে থেকে ছাত্রলীগ নেতারা আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের শাস্তির দাবি জানান। স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ডলফিন বলেন, আমরা মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে। ইসরায়েলের এমন বর্বরোচিত গণহত্যা মানবাধিকার লঙ্ঘন করছে। যারা গণতন্ত্রের সার্টিফিকেট দেয় তাদের মুখোশ আজ উন্মোচিত। আমরা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন চাই।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মসূচির ঘোষণা হিসেবে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। আমরা ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর এমন বর্বরতার নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জোর দাবি উত্থাপন করছি।

সমাবেশ শেষে পদযাত্রাটি ক্যাম্পাসের পয়েন্ট প্রদক্ষিণ শেষে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ড এর রবীন্দ্র ভাস্কর্যের সামনে শেষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, ‘উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ প্রভৃতি স্লোগানে পরিস্থিতি মুখরিত রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি অনিক, আলমগীর, রাকিব, সৈকত, সুদেব, সিরাত, দিহান যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর, সুমন, ফুয়াদ সাংগঠনিক সম্পাদক জয়া, আব্দুর রহমান সহ আরো নেতাকর্মী।

বার্তা বাজার/এইচএসএস