মাদারীপুরের রাজৈরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা ২৪ বস্তা অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার টেকেরেহাট বন্দরের সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস থেকে এসব জাল জব্দ করা হয়। পরে রাজৈর উপজেলা মৎস্য অফিসে নিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার।

মৎস্য অফিস ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পাবনা থেকে অপূর্ব নামের প্রেরক টেকেরহাট বন্দরের সওদাগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্তিক নামক প্রাপকের কাছে চায়না দুয়ারীর ২৪টি প্যাকেট পাঠায়। যাহাতে ২৪০ পিচ দুয়ারী রয়েছে। যাদের আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পাবনা থেকে টেকেরহাট বন্দরে চায়না দুয়ারী আসছে সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক শুক্রবার দুপুরে সওদাগর কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান দুয়ারী জব্দ করেন। পরে রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব দুয়ারী পুড়িয়ে ধ্বংস করেন।

রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, এটাই উপজেলার মধ্যে চায়না দুয়ারীর সবচেয়ে বড় চালান ছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বার্তা বাজার/জে আই