খুলনার বাগেরহাট থেকে আনসারুল ইসলাম জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে র‍্যাব-৬ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে, এ তথ্যগুলো জানান র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে র‍্যাবের এর সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব ৬ অভিযান চালিয়ে বাংলাদেশ হতে নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের খুলনা বাগেরহাট ও গোপালগঞ্জের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুরের মৃত কামাল গাজীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মোঃ আকাশ আব্দুল্লাহ (২৩) ও মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন জসীমউদ্দীন (২১), মাদারীপুরের মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০) এবং গোপালগঞ্জের সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মোঃ রিপন (২০)’কে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই।

বার্তাবাজার/এম আই