পটুয়াখালী এফপিএবিতে জেলা পর্যায়ে সরকারি, বেসরকারি কর্মকর্তা, সিএসও পার্টনার ও সাংবাদিকদের নিয়ে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা এগারোটায় আলমগীর এমএ কবির ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় এফপিএবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তফা জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ এফ এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফপিএবি’র কোষাধ্যক্ষ কামরুজ্জামান টিপু মিয়া, জাতীয় কাউন্সিলর এফপিএবি’র এ কে এ এম খায়রুল আহসান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী সুফিয়ার রহমান, এফপিএবি’র প্রসূতি ও গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ পূজা ভান্ডারীসহ বিভিন্ন এনজি ও সরকারি প্রতিনিধিবৃন্দ। এছাড়া সার্বিক পরিচালনায় এফপিএবিয়ের জেলা কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, এফপিএবি’র সদস্যদের প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার আহবান জানান।

বার্তাবাজার/এম আই