মাগুরার  শ্রীপুর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন) জয়ী হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে জয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ বাবুল রেজা।

বুধবার (৮ মে) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাকারিয়া।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন। এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে মোটরসাইকেল  প্রতীকের প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন) বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এম,এম মোতাসিম বিল্লাহ (সংগ্রাম) পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।দোয়াত কলম প্রতীকে মিয়া মাহমুদুল গণি(শাহীন) পেয়েছেন ১৩ হাজার ৯৬৮ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত  হয়েছেন  টিউবওয়েল  প্রতীকের প্রার্থী মোঃবাবুল রেজা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃআলীনূর রহমান টিয়া পাখি  প্রতীকে পেয়েছেন ২২হাজার ৪২০ ভোট,কাজী জালাল উদ্দিন তালা প্রতীকে ১৬ হাজার ১৬৭ ভোট, প্রান্ত কুমার চাকী  উড়োজাহাজ   প্রতীকে ১৫ হাজার ৫২৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫১ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নারগিস সুলতানা।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণা রানী দাস হাঁস প্রতীকে ২৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রে ছিল না উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি।

কোন  ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন ভোটার রয়েছে। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে।

বার্তা বাজার/এইচএসএস