ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কোন্ডা ইউনিয়নের বেয়ারা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, আগুনে দুটি চায়ের দোকান, একটি লন্ড্রি, একটি মুদি দোকান, একটি বেকারি, একটি খাবারের দোকান, একটি জুতার দোকান, একটি সেলুন, একটি পানের দোকানসহ মোট ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. শাহিন আলম বলেন, ‘ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পুড়ে যাওয়া ঘরগুলো কাঁচা ও টিনশেড থাকায় অল্প সময়েই তা ভস্মীভূত হয়ে গেছে। তবে আমরা সেখানে গিয়ে আশপাশের তিনটি পাকা ভবন ও স্থানীয় একটি ক্লাবঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পেরেছি।’
বার্তাবাজার/এম আই