পিরোজপুর সদর উপজেলার কদমতলায় ইউনিয়নের পান্তাডুবি গ্রামে দুই সন্তানের জননী এক নারীকে (২৬) গণধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে উপজেলার কদমতলা যাওয়ার পথে মোটরসাইকেলের গতিরোধ করে ওই নারীকে রাস্তা থেকে তুলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আমিন খান (৪২) নামের এক যুবক এবং তার সহযোগীরা। এরপর সেখানে কয়েকজন মিলে ধর্ষণের পর ওই নারীর সাথে থাকা মোবাইল ফোন এবং বিকাশ একাউন্টের পিন নম্বর নিয়ে নেয় আমিন খান এবং তার সহযোগীরা।

পরবর্তীতে ধর্ষকদের কাছ থেকে ছাড়া পেয়ে ওই নারী বিকেলে বিষয়টি পিরোজপুর সদর থানায় অবহিত করে। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে আমিন খান এবং তার এক সহযোগীকে আটক করে।

আমিন খান উপজেলার চলিশা গ্রামের চান খান এর ছেলে এবং পিরোজপুর শহরের শিকারপুরে একটি ভাড়া বাসায় থাকে। ধর্ষণের শিকার ওই নারীও শিকারপুরে একটি ভাড়া বাসায় থাকে। আমিন খান একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার/জে আই