২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলা নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর স্মরণে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা এগারোটায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে পটুয়াখালী লঞ্চঘাট চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক মিতু শিকদার প্রমুখ।

এসময় বক্তরা ২০০৪ সালের বর্বরোচিত গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে হামলার মাসটার মাইন্ড সহ সকলের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান।

এছাড়া বিকালে সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এর বাসায় গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ নিহত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়।

বার্তাবাজার/এম আই