চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রোববার (১৪ মে) সরেজমিনে দেখা যায়, গ্যাস না থাকায় নগরবাসীর অনেকে ইলেকট্রিক ও লাকড়ির চুলায় রান্না করছেন। সেই সাথে বন্ধ রাখা হয়েছে চট্টগ্রামের সিএনজি স্টেশনসমূহ।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ১৯ মে পর্যন্ত চট্টগ্রামজুড়ে গ্যাস-সংকট থাকবে। বর্তমানে রিজার্ভ থেকে নিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। রিজার্ভে সাধারণত গ্যাস থাকে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
বার্তাবাজার/এম আই