ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজ করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বাইজিদ শেখ (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলা সদরের সৈয়দ মোরাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড শুকুরহাটা গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. শওকত হোসেন তার মৃত্যুর বিষয়টি বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইজিদ শেখ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। সে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতে কাশিয়ানী সদরের ওই বাড়িতে যান। এরপর কাজ চলাকালীন সময়ে অসাবধানতাবশত পা ফসকে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম জানান, ‘এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।’