জয়পুরহাটে ডিমের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে পৌরশহরের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহবুব পরিচালনা করেন।

এ সময় অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি ডিমের দোকান, একটি মুদির দোকান ও একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ করার অপরাধে জরিমান আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহবুব জানান, জয়পুরহাটের পৌরশহরের মাছুয়া বাজার, নতুনহাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিমের মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে মাছুয়া বাজার এলাকার মন্ডল ডিমঘরের স্বত্বাধিকারীকে ২ হাজার,মূল্য তালিকা না থাকার অপরাধে নতুহাট এলাকার শিরিন ষ্টোরের স্বত্বাধিকারীকে ১৫০০ টাকা ও জানিয়ার বাগান এলাকার স্মার্ট বিডির স্বত্বাধিকারীকে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই