দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছেনে আতিকুল হক আতিক।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে লালপুর বাজার হল মোড়ে তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। আতিক বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ বছরে লালপুর ও বাগাতিপাড়ায় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের জন্য তেমন উন্নয়ন করতে পারেনি। এখন যারা নিজেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষনা করেছেন তারা কেউ যোগ্য নয়। আতিক আরো বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি লালপুর-বাগাতিপাড়ায় কৃষি বিশ্ববিদ্যালয়, ইকোনোমিক জোন স্থাপন, নর্থ বেঙ্গল সুগার মিলস’স লিমিটেডকে আধুনিকায়ন, দুই উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বার্তাবাজার/রাহা