আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেন বলে-ই কিন্তু অনেক সুদখোর অনেক বিএনপির নেতা যারা বাংলাদেশকে দূর্নীতিতে পাচ বার চ্যাম্পিয়ন করেছিল তারা ষড়যন্ত্রল লিপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার সময় আখাউড়া উপজেলা মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এইসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, আপনার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ দেখা আওয়ামীলীগ কর্মী। আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আর কেউ খেলতে পারবে না। যারা আপনাদের কাছে এসে অফিস খুলতো আর আপনাদেরকে এক টাকা দিলে চল্লিশ টাকা সুদ নিত এবং যারা পদ্ম সেতু যেন না হয় এই ষড়যন্ত্র করত। এখন তারা অনেক লম্বা লম্বা কথা আর ভিসা নীতির কথা বলতেছে।

এ সময় আমেরিকার রাষ্ট্রদূত এর সাথে বৈঠকের কথা এনে মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রদূত আমার সাথে দেখা করে ভিসা নীতি কি বুঝাতে এসেছিল । তখন আমি বলেছি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই ভিসা নীতি অপমান বোধ করেছি আমি। রাষ্ট্রদূতকে আমি বলেছি পক্ষপাতিত্ব না করে যদি এ ভিসা নীতি প্রয়োগ করেন তাহলে আমার কিছু বলার নেই। নির্বাচনের ইস্যু দেখিয়ে আপনারা যদি একজনের জন্য ভিসা নীতি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আমার কিছু বলার আছে। আপনাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা ভিসা নীতি দিয়েছেন তাতে আমার কিছু যায় আসে না । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ ও বাংলাদেশ সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন করে দিবে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন আমরা করবোই, আপনারা ভিসা নীতি দেন আর নাই দেন।

এ সময় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া,মনির হোসেন বাবুল,যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম,আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সহ, মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।

বার্তা বাজার/জে আই