কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদ থেকে ৭জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। রোববার বিকাল ৪ কাউন্সিলর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত পৌরসভার ৫টি সাধারণ ওয়ার্ডে ৭জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বারের মত কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচন। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে রোববার বিকাল ৪টায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ৫টি ওয়ার্ডে ৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
তারা হলেন- পৌরসভার ১ নং ওয়াডের্র মোঃ আবদুল আলিম, ২নং ওয়ার্ডের আবুল আলিম ও মহিউদ্দিন ভূইয়া, ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ নাছির উদ্দিন, ৬নং ওয়ার্ডের মোঃ সাইফউদ্দিন, ৯নং ওয়ার্ডে মোঃমাজহারুল ইসলাম।

কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জরুল আলম জানান, সাধারণ কাউন্সিলর পদ থেকে ৭জন প্রার্থীতাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। আগামী ১৭ জুলাই নির্বাচনে মেয়র পদে ৮জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৮জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৯জন প্রার্থী প্রতিদ্বদ্বীতাকরবে।

বার্তাবাজার/রাহা