ভ্লাদিমির পুতিনের মুখে হাসি নেই। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া তার ভাষণে মুখমণ্ডল যেন লোহার মতো কঠিন হয়ে আছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা তাকে দেখে বোঝা যায়। আর বোঝা যাচ্ছে মস্কোর মেয়রের সিদ্ধান্তে। ইউগেনি প্রিগোজিনের বাহিনী মস্কোর যতই কাছে এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে।

এ অবস্থায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে পরিস্থিতিকে জটিল বলে বর্ণনা করেছেন। জানিয়েছেন শহরের এবং আশপাশের কিছু সড়ক বন্ধ রাখা হতে পারে। যারা শহরের এদিক ওদিক ঘোরাফেরা করছেন তাদেরকে বারণ করেছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি কমিয়ে আনার জন্য সোমবারকে ‘নন-ওয়ার্কিং ডে’ ঘোষণা করেছেন। বলেছেন, মস্কোতে সন্ত্রাস বিরোধী অপারেশন গোষ্ঠী ঘোষণা করা হয়েছে।

শহরের সার্ভিস খাতগুলোকে রাখা হয়েছে উচ্চ সতর্ক অবস্থায়। মস্কোতে ঘরের বাইরে বড় কোনো অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে এক সপ্তাহের জন্য। লোকজন ও পরিবহন চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। জনসাধারণ ও যানবাহন তল্লাশির নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে লোকজনকে উদ্ধারের পরিকল্পনা নেয়া হয়েছে। ওদিকে রাশিয়ার মিডিয়াগুলোতে যা দেখানো হচ্ছে, তাতে মনে হয় কিছুই হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনের মতোই অনুষ্ঠান প্রচার করছে।

তবে স্পেশাল নিউজ বুলেটিনে প্রেসিডেন্ট পুতিনের ভাষণ দেখানো হচ্ছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাতে কোনো রিপোর্ট নেই। রোশিয়া ২৪ প্রচার করছে পুতিনের প্রয়াত বন্ধু সিলভিও বেরলুসকোনির প্রতি শ্রদ্ধা নিবেদনমুলক আধাঘণ্টার ছবি। দেশে উদ্ভূত পরিস্থিতির জন্য ইয়েভগেনি প্রিগোজিনের নাম বলা হয়নি কোনো চ্যানেলে।