বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকাল ৪টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সেলিম ভূইয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, মোগড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম এ মতিন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এ সময় আওয়ামী লীগের ইতিহাস তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস সাথে মিশে আছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব। এ দেশের সকল গণতান্ত্রিক-প্রগতিশীল আন্দোলনের সাহসী মিছিলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় অনেক অশ্রু, ত্যাগ আর রক্তের বিনময়ে বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল হিসেবে মাথা উচু করে রয়েছে। আগামী ২৫ জুন বাংলাদেশর একটি ঐতিহাসিক দিন রচনা হবে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে। এই সবই সম্ভব হয়েছে আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

এর আগে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বার্তাবাজার/এম আই