কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানের বিভিন্ন প্রজাতির শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর কর্মসূচির অংশ হিসেবে পৌর গোরস্থানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলার সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা, সম্মিলিত সামাজিক জোট (বিবিসিএফ)সহ কয়েকটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন,কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ গোরস্থানের উন্নয়নের নামে লুটপাটের স্বার্থে গাছগুলো হত্যার সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের নীতি থেকে সরে আসতেও দাবী জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। গাছগুলো রক্ষায় কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ এমপির দৃষ্টি আকর্ষণ করেন বক্তাতারা।

মানববন্ধনে অংশ নিয়ে পরিবেশবিদ খলিলুর রহমান মজু বলেন,একটি গাছ অন্তত দুজন মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দেয়। সারাবিশ্বে যখন প্রকৃতি ও পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক তখন বিভিন্ন উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংসের পথে হাঁটা হচ্ছে। তাই অবিলম্বে পরিবেশ ধ্বংসের নীতি থেকে সরে আসতে হবে।

সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল-নাফিজ বলেন,
গোরস্থানের উন্নয়নের নামে লুটপাটের স্বার্থে গাছগুলো হত্যার সিদ্ধান্ত নিয়েছেন পৌর কতৃপক্ষ। গাছ গুলো রেখেও উন্নয়ন করার সুযোগ রয়েছে। তা না করে গাছ কাটার সিদ্ধান্ত থেকে পৌর কর্তৃপক্ষকে সরে আসতে হবে। তা না হলে শহরবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

মানববন্ধনে বিবিসিএফ’ র সাধারণ সম্পাদক এস আই সোহেল বলেন, এখানে বেশ কয়েকটি গাছ শতবর্ষী।
এই গাছ গুলো কাটার সিদ্ধান্ত লুটপাটের চক্রান্ত ছাড়া আর কিছু না। সচেতন শহরবাসী কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। গাছ রক্ষায় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন।

এ সময় মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বাসিন্দা, মসজিদের মুসল্লি, শিশু-কিশোর, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তাদের হাতে নানান প্ল্যাকার্ড নিয়ে ইত্যাদি স্লোগান দেয়।

প্রসঙ্গগত, কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানের উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন প্রজাতির ৪৬৫টি গাছ কর্তনের জন্য এ বছরের ২৪ জানুয়ারী বন বিভাগকে চিঠি দেয় কুষ্টিয়া পৌর কতৃপক্ষ। এতে গাছগুলো রক্ষায় স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বার্তাবাজার/রাহা