ফরিদপুরের আলফাডাঙ্গায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি’র (সিএসএ) উদ্যোগে ব্রি ধান-২৯ ও ব্রি ধান-৯২ জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ১০টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কূলধর গ্রামে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আইএফডিসি’র কমিউনিটি ফার্ম উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আইএফডিসি’র ফিল্ড সুপারভাইজার শরিফুল আলম মনি, সম্প্রসারণ কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম ও কৃষক আহাদ শেখ প্রমুখ।

ফসল কর্তন ও মাঠ দিবসে ওই এলাকার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

 

বার্তা বাজার/এইচএসএস