বিডি এলিট ক্লাব মালয়েশিয়া আয়োজিত “বৈশাখী উল্লাস ১৪৩১” উৎযাপন সফল করার লক্ষ্যে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৈশাখী উল্লাস ১৪৩১ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মো.জাহিদুর রহমান খান কাঁকন, উপদেষ্টা দাতুশ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার বদিউজ্জামান বাবু, মনসুর আল বাসার সোহেল, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এম এ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম। বৈশাখী উল্লাস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উদযাপন কমিটির ফরিদ উদ্দিন গাজী ও লাল মোহাম্মদ।

এসময় বৈশাখী উল্লাস উদযাপন উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কমিটির নেতৃবৃন্দটা বলেন, বিদেশের মাটিতে বাঙালির প্রানের উৎসব বৈশাখী উল্লাস ১৪৩১ সফল করতে যোগ দিবেন কন্ঠ শিল্পী শফি মন্ডল, ফজলুর রহমান বাবু, সুলতানা ইয়াসমিন লায়লা, জাকিয়া সুলতানা মেরি, সাইদুর রহমান পাভেল সহ এক ঝাক তারকা শিল্লী।

 

বার্তা বাজার/এইচএসএস