বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন, তিন ভাগে বিভক্ত হয়ে পালন করার ঘোষণা দিয়েছে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ। প্রতিটি পক্ষের আয়োজন আলাদাভাবে পালন করার ঘোষণার মধ্য দিয়ে দেবীদ্বার পৌরসভার নির্বাচনের সময়েই স্থানীয় আওয়ামী লীগের বিভাজন আবারো প্রকাশ্যে এসেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই আয়োজন একসঙ্গে পালন করতে না পারায় বিব্রত দলের অনেক দায়িত্বশীলরাও। তারা মনে করছেন পৌর নিরাবাচনে নৌকার প্রার্থীর জয় আনতে এ বিভাজনের কারণে অনেক বেগ পেতে হতে পারে।

শুক্রবার (২৩ জুন) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, স্থানীয় সাংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের পৃথক তিনটি পক্ষ আলাদা কর্মসূচি পালন করবে।

স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়াম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার অনুসারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম সফিউদ্দিনের পক্ষ থেকে রোশন ভিলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ একই দিন সকাল ১০টায় নিজ প্রতিষ্ঠিত নবিয়াবাদ ‘কুমিল্লা মডেল কলেজে’ আলোচনা সভার আয়োজন করেছে বলে জানাগেছে।

দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামের কর্মসসূচীতে নেতৃত্বে দেবেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, রোশন ভিলায় কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি একসঙ্গে পালনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে। ভিন্ন ভিন্ন আয়োজনে ব্যক্তির নাম ব্যবহার করে কর্মসূচি পালন সংগঠনকে দূর্বল করার প্রয়াস।

খোঁজখবর নিয়ে জানা যায়, বিগত টানা ১৪ বছর ধরে আ’লীগ ক্ষমতায় থাকলেও নিজ দলের উদ্যোগে কোন অনুষ্ঠানই ঐকবদ্ধভাবে করতে পারেনি দলটি। জাতীয় অনুষ্ঠানগুলো প্রশাসনের অনুষ্ঠানের উপর নির্ভর হয়ে পালন করে আসলেও এবারই প্রথম আওয়ামী লীগ ২৩ জুনের অনুষ্ঠান নিজ দলীয় ব্যানারে পালনের উদ্যোগ নিয়েছে।

এদিকে দেবীদ্বার পৌরসভায় ২১ বছর পর এই প্রথম আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ত্রিমুখী অনুষ্ঠান ঘোষণায় গোলযোগের আশংকায় নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন, ২৭ বছর পর সম্মেলনে ৬ সদস্যের নাম ঘোষণায় সম্মেলন শেষ হয়, পরবর্তীতে ৭১ সদস্যের কমিটি ঘোষণা হলেও তা পারিবারিক ও ব্যক্তি সমর্থকদের নিয়ে গঠন করার অভিযোগে ওই কমিটি স্থগিত রয়েছে। তাই উপজেলা সভাপতি আমার সাথে পরামর্শ না করেই নিজ দায়িত্বে কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ২৩ জুন পালনের ঘোষণা গ্রহনযোগ্য নয়। আমি আমাদের দলের অস্থায়ী কার্যালয় ও এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে ২৩ জুনের আলোচনার আয়োজন করেছি। জেলা উপজেলার সকল নেতা-কর্মীদের দাওয়াত করেছি। স্থানীয় এমপি, জেলার আওয়ামী লীগের সভাপতিসহ অনেক নেতাই থাকবেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সবাই যার যার মতো ২৩ জুন পালন করবে তাই আমিও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কুমিল্লা মডেল কলেজে অনুষ্ঠান আয়োজন করেছি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, সামনে নির্বাচন তাই দলীয় শৃঙ্খলা না মেনে নিজেরা এমপি হয়ে যাবেন মনে করে যার যার অবস্থানে বিভাজন তৈরি করে নিজের অবস্থান তুলে ধরছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ‘২৩ জুন আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।’ এছাড়া দেবীদ্বার পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলে কোথাও সংঘাতের আশংকা দেখাদিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বার্তাবাজার/এম আই