কুষ্টিয়া থেকে রাজবাড়ী মহাসড়কে বাস ধর্মঘটে বিপাকে পড়েছেন হাজারও যাত্রীরা। রাজবাড়ী-ফরিদপুর দুই পরিবহন মালিকের দ্বন্দ্বের কারণে অঘোষিত ধর্মঘট বলে মনে করেন সাধারণ শ্রমিকরা।
‘ধর্মঘট’ দ্বিতীয় দিনের মতো চলছে। এ কারণে শনিবার কুষ্টিয়া থেকে রাজবাড়ী উদ্দেশে কোনো লোকাল বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে রাজবাড়ী মালিকানাধীন দূর পাল্লার কোন বাস ঢাকার উদ্দেশে রওনা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা। শনিবার থেকে কুষ্টিয়া-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাস শ্রমিক বলেন, গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী- কুষ্টিয়া থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন রাজবাড়ী বাস মালিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আমরাও চরম সমস্যার মধ্যে রয়েছি, ঠিক মতো খাবার খাওয়ার টাকাও হচ্ছে না। অতিদ্রুত প্রশাসনের উচিত এই সমস্যার সমাধান করা।
শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
সরেজমিনে কুষ্টিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া থেকে দুরপাল্লাসহ রাজবাড়ী রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে সাব্বির হোসেন বলেন, “একটি কাজে রাজবাড়ী যেতেই হবে। বিকেলে ৪ টার সময় টার্মিনালে এসে জানতে পারি বাস চলাচল করছে না। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ১০ টাকার ভাড়া চাচ্ছে ৩০ টাকা।
কলেজ ছাত্র নয়ন বলেন, ঢাকা বোনের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। কিন্তু কুষ্টিয়া বাস টার্মিনালে এসে দেখছি ঢাকাতে কোনও বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারছে না।
রবিবার সোয়া ১২ টার দিকে কুমারখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ডিপোতে বিভিন্ন বাসের চালক ও শ্রমিকেরা বসে আছেন।
কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের লাভলু শেখ বলেন, রাজবাড়ী বাস মালিক সমিতি এই ধর্মঘট ডেকেছে। এর সঙ্গে কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, রাবেয়া পরিবহনের লোকজন ফরিদপুর জেলার গোল্ডেন লাইন পরিবহন, কুষ্টিয়া লাইনে চলাচল নিয়ে এই সমস্যা দৃষ্টি হয়েছে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, মালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে গোল্ডেন লাইন পরিবহন। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এই জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/এম আই